২নং ধরন্জী ইউনিয়ন পরিষদ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তের গড়ে উঠা একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ধরন্জী ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ ধরনজী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জল।
ক) নাম – ২নং ধরন্জী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৮.৭৪ বর্গ কিলোমিটার।
গ) লোকসংখ্যা – ২৯১১১ জন (২০২২ সালের জনশুমারি ও গৃহনণনা অনুযায়ী) পুরুষ- ১৪৪৬২/ মহিলা- ১৪৬৪৯।
* খানার সংখ্যা- ৮১৭১।
ঘ) গ্রামের সংখ্যা – ২৪ টি।
ঙ) মৌজার সংখ্যা – ২৪ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৪ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ভ্যান /রিক্সা।
জ) শিক্ষার হার – ৪৬.৪৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- নাই,
উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ১টি।
এবতেদায়ী মাদ্রাসা -২টি।
দাখিল মাদ্রাসা- ২টি।
কলেজ - ১টি।
হাফেজিয়া এতিমখানা - ০৪ টি।
ঈদগাহ সংখ্যা - ১০টি।
ইউনিয়ন সার ডিলার - ০৯টি।
বিজিবি ক্যাম্প- ০১টি।
ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যানকেন্দ্র - ০১টি।
মসজিদ মোট-৭৪টি
মন্দির সংখ্যা-০৯টি।
পোষ্ট অফিস- ০৩টি
ব্যাংক - ০১টি।
ইউনিয়ন কৃষি সম্প্রসারন কেন্দ্র - ০১টি।
পশু পালন উপকেন্দ্র- ০১টি।
খেয়া ঘাট - ০১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নন্দইল আদিবাসী মুক্তিযোদ্ধা ভাষ্কর্য
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০১১ ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৫/০২/২০২২ইং
২) প্রথম সভার তারিখ – ০৭/০২/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৭/০২/২০২৭ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
গ্রামের নাম বাংলা | গ্রামের নাম ইংরেজি | ডাকঘর | ওয়ার্ড নং |
উচনা | Uchna | ধরন্জী | ১ |
শ্রীমন্তপুর | Sreemantapur | ধরন্জী | ২ |
হাটখোলা | Hatkhola | ||
সালুয়া | Salua | ||
নন্দইল | Nandail | ধরন্জী | ৩ |
মির্জাপুর | Mirzapur | ||
হাজিপুর | Hajipur | ||
তাজপুর | Tajpur | ||
ধরন্জী | Dharanji | ধরন্জী | ৪ |
দোঘরা | Doghara | রতনপুর | ৫ |
চকশিমুলিয়া | Chaksimulia | ||
রতনপুর | Ratanpur | ||
রায়পুর | Raipur | রতনপুর | ৬ |
পলাশগড় | Polasgar | ||
রুপাপুর | Rupapur | ||
দৈবকনন্দনপুর | Daibaknandanpur | কোতোয়ালীবাগ | ৭ |
কোতোয়ালীবাগ | Kotowalibag | ||
যোগাইপুর | Jogaipur | ||
বাগুয়ান | Baguan | ||
নিতারুন | Nitaran | ||
পাড়ইল | Paroil | ধরন্জী | ৮ |
কাঁচনা | Kachna | ||
সমসাবাদ | Somsabad | কোতোয়ালীবাগ | ৯ |
পার্বতীপুর | Parbotipur |
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা – ০১ জন।
৩) হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর- ০১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস